বসন্তে ফুল গাঁথল


বসন্ত আমার প্রিয় ঋতু প্রকৃতি
তার সর্বস্ব উজাড় করে ধরিত্রী কে রাঙিয়ে দেন এই সময়ে এবং আমাদের
মনের মধ্যেও তার রেশ ছড়িয়ে পড়ে মানুষ দিনের পর দিন নির্বিচারে নিজের স্বার্থসিদ্ধির জন্যে প্রকৃতির উপরে আঘাত হেনেই চলেছে তা সত্বেও অন্তত এখনো অবধি এই পরম্পরায় বিঘ্ন ঘটেনি তাই বসন্তে এখনো কোকিলের কুহুতান, শিমুল, পলাশ, আম্রমূকুল এর পরশ মনের মধ্যে আনন্দের রেশ তৈরী করে 

কদিন আগে পলাশের টানে দুদিনের ছুটি পেয়ে আমরা ছুটেছিলাম পুরুলিয়ায় আরো বেশি করে বসন্তের ছোঁয়া পেতে কঙ্কৃটের জঙ্গল, স্বার্থান্বেষীদের ভীড় মাত্রাতিরিক্ত  কর্মব্যস্ততায় বিপন্ন জীবন থেকে ক্ষনিকের রেহাই পেতে 

বসন্তে পালিত প্রধান উৎসব দোলযাত্রা বা হোলির ধর্মীয় বেড়াজাল ভেঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর এক অনবদ্য ঋতু উৎসবের সূচনা করেছিলেন তাঁর সাধের শান্তিনিকেতনে বসন্তের জয়গানে সজ্জিত নৃত্যগীতে গাঁথা এই উৎসব আজ এতই জনপ্রিয় যে শান্তিনিকেতনে স্থানসঙ্কুলান হয়না পর্যাপ্ত ভাবে তাই বিভিন্ন জায়গায় সংস্কৃতিমনষ্ক মানুষ এই বসন্ত উৎসবের আয়োজনের মধ্যে দিয়ে দুধের সাধ ঘোলে মেটাতে উদ্যোগী হন ইদানীং

আমার গর্বের শহর চন্দননগরেও তেমনই এক আয়োজন কিছু সংস্কৃতিমনষ্ক মানুষের সাধু উদ্যোগে হয়ে আসছে বিগত এক যুগ ধরে যা আগে প্রত্যক্ষ করবার সুযোগ ঘটেনি আপনাদের জন্যে রইল সেই অনুষ্ঠানের কিছু মুহুর্ত


শৌভিক বন্দ্যোপাধ্যায়
১৯শে ফাল্গুন, ১৪২৪



















Comments