Ichamati on a Moonlit Night...Taki

Ichamati on a Moonlit Night...Taki

Taki was once a quaint little town on the banks of the mighty river Ichamati bordering Satkhira, Bangladesh on its opposite banks. Located under Hasnabad Police Station of Basirhat Sub Division in North 24 Parganas district of West Bengal India, Taki has somewhat lost its old world charm. The aged palatial buildings have worn away. The ones that remain have also been overpowered by modern structures around it. The Roy Chowdhurys were an affluent family of this region and their mansions have mostly faded away over time, some of it has been swallowed by the mighty river Ichamati. Multiple constructions that have come up right on the river banks for commercial reasons has somewhat marred the beauty of the place and also obstructing a clear view of the river from the roadside. The regular patrolling of the BSF is a common sight across the town. A jaunt down the river Ichamati in a hired boat from Taki to have a closer look of the mangroves on its banks and also get as close as possible to the other bank lying in Bangladesh is a memorable experience. A full moon night on its banks makes for a wonderful experience even today.

ইছামতি ও পূর্ণিমার চাঁদ

একদা ইছামতির তীরবর্তি নির্জন গ্রাম, আজকের টাকি এক পুরোদস্তুর মিউনিসাপিলিটি টাউন, বসিরহাট উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ থানার অন্তর্গত। ইছামতির তীরে এসে দাঁড়ালেই ওপারে দৃশ্যমান বর্তমান বাংলাদেশে অবস্থিত সাতক্ষীরা জেলা। যেন হাত বাড়ালেই যাবে ছোঁয়া। মাঝে বয়ে চলা ইছামতির ঘোলাটে জলরাশি দেশভাগের বেদনাময় স্মৃতির নিরব সাক্ষী। পুরোনো জৌলুষ অনেকাংশেই মৃয়মান হয়েছে আজকের টাকি শহরের। একটি শহরের ইতিহাস তো পুরোনো স্থাপত্যের মধ্যে দিয়েই রক্ষিত হয়। সেই সমস্ত পুরোনো বাড়ি গুলি অধিকাংশই আজ জরাজীর্ণ। কিছু একেবারেই নিশ্চিহ্ন। নদীর ধারে অবস্থিত বহু ইতিহাসের সাক্ষী রায়চৌধুরিদের টাকি রাজবাড়ি আজ ইছামতির বুকে বিলীন হয়েছে। তার জায়গায় বাণিজ্যিক উদ্দ্যেশ্যে তৈরী অদ্ভুত আকার এবং রঙের বৃহৎ অট্টালিকার স্থান হয়েছে সেখানে। এর ফলে রাস্তা থেকে নদীর দৃশ্য উপভোগ করা কিঞ্চিৎ বাধাপ্রাপ্ত হয়েছে। এক বটবৃক্ষ, কুড়ুলের অজশ্র আঘাত সহ্য করে আজো একখন্ড দেওয়ালকে জাপ্টে ধরে দাঁড়িয়ে আছে, অতীতের স্মৃতি আঁকড়ে ধরে। ইতি উতি ছড়িয়ে থাকা বিএসএফের নজর ঘাঁটি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বন্দুকধারী সৈনিকদের ঘোরা ফেরা টাকির নিত্য দৃশ্য। দুর্গা পুজোর বিসর্জনের সময় এক অভূতপুর্ব পরিবেশ সৃষ্ট হয় এই ইছামতির বুকে। মহামিলনের সঙ্গমে পরিনত হয় এই নদী। সে কথা সর্বজনবিদীত। যদিও এক পূর্ণিমার রাতে এই ইছামতির দৃশ্যপট এক মায়াবী আবহের সৃষ্টি করে আজো। চাঁদের আলোয় আলোকিত নদির জলরাশির চিত্র মনে এক অদ্ভূত আনন্দানুভুতি যোগায়, যা ভোলার নয়।










Comments